আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক আমোস ইয়াদলিন বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক তেল আবিব সফরের সঙ্গে ইরানি পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে।
ফখরিজাদেহ গত শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের রাজধানী তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির অবসার্দ এলাকায় সন্ত্রাসী হামলায় শহীদ হন। ইয়াদলিন দুই সপ্তাহ আগে মাইক পম্পেওর ইসরাইল সফরকে ‘অর্থবোধক’ আখ্যায়িত করে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিছক বিনোদনের জন্য তেল আবিব সফরে আসেননি।
ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে উল্লেখ করে ইয়দালিন বলেন, যে ব্যক্তি ফখরিজাদেহকে হত্যা করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সে একথা জানে যে, ৫৫ দিন পরে হোয়াইট হাউজে এমন এক ব্যক্তি আসবেন ইরানের কথিত হুমকির ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে যার মতের মিল রয়েছে।
এর আগে একটি অজ্ঞাত পশ্চিমা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেল খবর দিয়েছিল, শহীদ ফখরিজাদেহকে হত্যা করার জন্য বহুদিন ধরে তেল আবিব চেষ্টা করে আসছিল। ইসরায়েলি জ্বালানিমন্ত্রী ইউয়াল স্টাইনিতয রবিবার বলেছেন, ইরানে ফখরিজাদেহর হত্যাকাণ্ড ইসরায়েলের স্বার্থ রক্ষা করেছে।
কয়েক বছর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার দায়ে অভিযুক্ত করতে গিয়ে দাবি করেছিলেন, মহসেন ফখরিজাদেহ তার ভাষায় ইরানের ‘পরমাণু অস্ত্র তৈরির জনক।’ তিনি বলেন, নামটি মনে রাখবেন। মহসেন ফখরিজাদেহ।
comment1, generico trecator sc, :P, comprar trental en linea, fhbrxk, comprar tricor, 39969, comprar trileptal, 669601, comprar trimox, xvegj, precio urispas, =(, compra uroxatral, 8))), comprar valtrex, 109993, orden vantin, cbhkir, orden vasotec, :-OOO, generico vastarel, :-DDD, orden velcade, >:], precio ventolin inhalator, :-OO, generico ventolin, hcypjv, generico verapamil, iza,
There is certainly a great deal to find out about this subject.
I like all of the points you’ve made.
My page; แทงหวย
Custom english essays https://customessaywriterbyz.com/ custom
essay cheap
Dissertation abstracts online https://dissertationhelpvfh.com dissertation editor
Comments are closed.