আন্তর্জাতিক ডেস্ক : আততায়ীর বোমা-গুলিতে নিহত ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও দেশটির পরমাণু কর্মসূচির স্থপতি মহসেন ফখরিজাদেহর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাজধানী তেহরানের ইমামজাদা সালেহ মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে অতিরিক্ত ভিড় এড়াতে দাফন অনুষ্ঠানে কেবল তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারেরা অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর আগে তার কর্মস্থল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফখরিজাদেহর মরদেহ নিয়ে যাওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দামন্ত্রী ছাড়াও দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা।
এছাড়া শহীদ ফখরিজাদেহর মরদেহ মাশহাদে ইমাম রেজা (আ.), কোমে হজরত মাসুমা (আ.) মাজার এবং তেহরানে ইমাম খামেনির (র.) মাজারেও নিয়ে যাওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পার্সটুডে।
কোমের হজরত মাসুমার (আ.) মাজার প্রাঙ্গণে মহসেন ফখরিজাদেহর জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি।
ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, আইআরজিসিরি বিগ্রেডিয়ার জেনারেল ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা প্রধান ফখরিজাদেহ গত শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানী তেহরানে অদূরে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন থেকেই ফখরিজাদেহকে ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির মূল ব্যক্তি বলে সন্দেহ করে এসেছে। কূটনৈতিকরা তাকে ‘ইরানের বোমার জনক’ আখ্যা দিয়েছিলেন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ছাড়াও শীর্ষ ধর্মীয় ও সামরিক নেতারা তাকে হত্যার জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে এর বদলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
I just could not leave your web site prior to suggesting that I actually
enjoyed the standard info an individual supply for your
visitors? Is going to be again often in order to investigate cross-check
new posts
Thanks for sharing your thoughts about 더킹카지노.
Regards
Howdy! I know this is kinda off topic but I was wondering if you knew where I could
find a captcha plugin for my comment form?
I’m using the same blog platform as yours and I’m having problems finding one?
Thanks a lot!
Comments are closed.