নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসের টিকার আরও ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান আসছে আজ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দেশে আসবে এই টিকা।
রবিবার ( ২১ ফেব্রুয়ারি) দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে সোমবার ঠিক কখন টিকা এসে পৌঁছাবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ার কারণে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হতে পারবো যে, কখন দেশে টিকা আসছে। তবে এটি নিশ্চিত যে, সোমবার টিকার দ্বিতীয় চালান আসছে।’
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান দেশে আসবে। এখনও পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ, এখনও ৬০ লাখের বেশি টিকার মজুত রয়েছে। টিকা নিয়ে কোনও সংকট হবে না।
প্রসঙ্গত,গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার,বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি হয়। সে অনুযায়ী, গত ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালান ৫০ লাখ টিকা দেশে আসে। তবে তার আগে গত ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ টিকা।
প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সে দিন থেকে শুরু করে শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ মানুষ।
you want to sex with a lot of people
I’m not sure why but this site is loading extremely slow for me.
Is anyone else having this problem or is it a issue on my end?
I’ll check back later on and see if the problem still exists.
Greetings! Very useful advice in this particular article!
It’s the little changes that produce the largest changes.
Thanks a lot for sharing!
An outstanding share! I have just forwarded this onto a friend who was doing a little research on this.
And he actually bought me lunch simply because I stumbled upon it for
him… lol. So allow me to reword this…. Thanks for the meal!!
But yeah, thanx for spending some time to
discuss this issue here on your website.
Comments are closed.