স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে পাকিস্তান অংশ নিতে পারবে কি পারবে না তা নিয়ে চলছিল বড় একটি দ্বীধা-দ্বন্দ্ব। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে বারবারই বলা হচ্ছে, তারা যেন ভারতের কাছ থেকে ভিসা নিশ্চয়তা এনে দেয় এবং নিরাপত্তার নিশ্চয়তা এনে দেয়।
শুধুমাত্র পাকিস্তানি ক্রিকেটারই নয়, কর্মকর্তা এবং ক্রিকেট সমর্থকদের ভিসা প্রাপ্তির বিষয়েও যেন নিশ্চয়তা এনে দেওয়া হয়। কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভিসার নিশ্চয়তা না পেলে তারা ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার আবেদন জানাবেন।
শেষ পর্যন্ত পাকিস্তানের দাবি মেনে নিয়েছে ভারত। আইসিসি ভারতের কাছ থেকে পাকিস্তানের দাবির ব্যাপারে নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে। বিষয়টা নিশ্চিত করেছেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি নিজেই।
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, আইসিসি তাদেরকে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটার, কর্মকর্তা, সমর্থন এবং সাংবাদিকদের ভিসা দিতে রাজি হয়েছে। এ ব্যাপারে পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে তারা।
এহসান মানি একই সঙ্গে এটাও জানিয়েছেন, আগামী জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হতে পারে। কারণ, যদি ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে।
এহসান মানি বলেন, ‘আমি আমাদের বোর্ডকে জানিয়েছি যে, বিসিসিআই আমাদেরকে ভিসার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে। কিন্তু তা হয়নি। কারণ, তাদের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ২ বার হসপিটালাইজড হয়েছেন। তবে আমি বিষয়টা যখন আবারও আইসিসির কাছে তুললাম এবং তাদের (বিসিসিআই) সাথে বিষয়টা নিয়ে আলাপ করলাম, তখন আইসিসি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে, বিসিসিআই দাবি মেনে নিয়েছে। আমি আগামীকাল (সোমবার) এ নিয়ে আরও একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবো।’
পিসিবি জানাচ্ছে, ভারতের কাছ থেকে ভিসা নিশ্চয়তা চাওয়াটা তাদের অধিকার এবং কারও কোনো ক্ষমতা নেই যে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে দুরে রাখবে। এহসান মানি বলেন, ‘হয় আমরা পূর্ণ প্রটোকল সহকারে যাব টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে, না হয় বিশ্বকাপই ভারত থেকে সরে যেতে বাধ্য হবে।’
comment3, venta singulair, 247, comprar lamisil, =((, compra zyrtec, 552, orden dramamine, :-(, venta pilex, jrnc, generico grifulvin v, lvro, comprar macrobid, =(((, orden viagra fluoxetine, 13832, compra betnovate, 3087, venta imitrex, 21048, venta fincar, 706473, venta toradol, %], comprar zyloprim espana, xiakc, barato danazol, 8465, generico aceon, haa, orden hytrin, 821, barato rogaine, 8-))),
This site definitely has all the info I needed concerning this subject and didn’t know who to
ask.
Hello! I could have sworn I’ve visited your blog
before but after browsing through many of the posts I realized it’s new to me.
Nonetheless, I’m definitely delighted I found it and I’ll be bookmarking it and checking back frequently!
Comments are closed.