আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হলো আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ABCH এর ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান। গত শনিবার (২০ মার্চ) শহরটির কুইন্সের জ্যাকসন হাইটসে আয়োজনটি সম্পন্ন হয়।
আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গঠিত অনলাইন ভিত্তিক সংগঠন “আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্পের ১৩ হাজার সদস্য পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। করোনাকালীন সতর্কতার জন্য স্বল্প পরিসরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এই পর্যন্ত আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির হাজার হাজার মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। শুধু আমেরিকায়ই নয়, এমনকি তারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ ও বিপদেও সহযোগিতা করছেন নিয়মিত ভাবে।
আমেরিকাস্থ বাংলাদেশি মানুষদের মাঝে এই গ্রুপটি দিন দিন দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। এই গ্রুপের নাম এখন সবার মুখে মুখে। যে কোনো ধরনের তথ্য, পরামর্শ, ক্লাসিফাইড বিজ্ঞাপন অথবা পারস্পরিক সহযোগিতার জন্য এই গ্রুপে একটা পোস্ট দিলেই পেয়ে যাচ্ছেন তড়িৎ সমাধান। আর এই সেবা তারা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। গ্রুপে বাংলাদেশি বংশোদ্ভূত সকল শ্রেণি-পেশার হাজার হাজার সদস্য স্বপ্রণোদিত হয়ে একে অপরের সহযোগিতার জন্য এগিয়ে আসছেন।
আমেরিকার মাটিতে বাংলাদেশি কমিউনিটির এ এক অভূতপূর্ব মিলনমেলা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রুপের তিনজন এডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু এবং হাসান ভূঁইয়া জানান, তারা এখানে বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, তাদের মাঝে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা এবং বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্য, পরামর্শ ও নানাবিধ সহযোগিতা দিয়ে কমিউনিটির পাশে থাকার জন্য সম্পূর্ণ বিনা স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তাদের মতে, এই গ্রুপের মাধ্যমে অতি শীঘ্রই সারা আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির বেশিরভাগ মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ উপস্থিত ছিলেন এন ওয়াই পি ডির ডিটেকটিভ কমান্ডার শামসুল হক।
Remarkable! Its in fact amazing post, I have got much clear idea regarding from this paragraph.
comment5, discount propecia, noaa, purchase provigil, jekpr, cost remeron, 356, buy seroquel, =OOO, cost stromectol, wuek, sale synthroid, =-OO, buy thorazine uk, 335, buy viagra super active uk, 5527, discount accutane, weskt, sale amoxil, 415, price ampicillin, %], cheap antabuse, ttixjx, buy arcoxia, :), buy augmentin online, =), buy celexa, 9066, price cialis professional, 33846, buy cialis super active online, bohfgz, buy cipro, >:P, buy clomid, 01097, cheap diflucan, 810,
Comments are closed.