ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও হিসাব-রক্ষকের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতির ঘটনা ঘটেছে।
এই অভিযোগে মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যায় কলেজ ব্যবস্থাপনা কমিটি কলেজের অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে (৩০) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাটুয়াদী গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল্লাহ আল নোমান।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।
কলেজ অধ্যক্ষ মো. রুহুল আমিন জানান, কলেজের অফিসের আলমারি থেকে অফিস সহায়ক রওশন আরার কৃষি ব্যাংকের প্রভিডেন্ট ফান্ডের চেক বই হারিয়ে যায়। অনেক খোজ করে চেক বইটি না পেয়ে ২৪ আগস্ট গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করেন রওশন আরা। বিষয়টি কৃষি ব্যাংক কর্তৃপক্ষকেও অবিহিত করার পর তিনি জানতে পারেন তার প্রভিডেন্ট ফান্ডের হিসাব থেকে কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের স্বাক্ষরে টাকা তোলা হয়েছে। বই থেকে চার ধাপে ৪৬ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষকে চেক জালিয়াতি করে টাকা উত্তোলনের কথা জানায় রওশন আরা। এ ঘটনায় শনিবার (৪ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে চেকে স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের সাথে অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে কমিটি।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কলেজ ব্যবস্থাপনা কমিটি অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানকে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। পরে আব্দুল্লাহ আল নোমানকে বরখাস্ত করে চিঠি দেয়া হয়।
এ বিষয়ে বরখাস্ত অফিস সহকারী আব্দুল্লাহ আল নোমানের ফোনে যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
GP6f7e ttnewwfgkmrp, [url=http://ndbqxyajrcwl.com/]ndbqxyajrcwl[/url], [link=http://hprnxiibwczw.com/]hprnxiibwczw[/link], http://jinvihaxrgny.com/
HGQSJs frltzwcmpqcc, [url=http://djmljwmstczl.com/]djmljwmstczl[/url], [link=http://dcruldmptltm.com/]dcruldmptltm[/link], http://qdaqahwqkgms.com/
U1nnYk zitscqqrpusa, [url=http://evivkzlibaob.com/]evivkzlibaob[/url], [link=http://odkpzgrahqwf.com/]odkpzgrahqwf[/link], http://micmzmoequyo.com/
7eG6FO rpyjjwvvtezq, [url=http://rmddgrqbtuva.com/]rmddgrqbtuva[/url], [link=http://mrxmlohxuwnn.com/]mrxmlohxuwnn[/link], http://jdkivhlcenyz.com/
viagra online usa: viagra over the counter walmart – viagra without a doctor prescription
viagra pills: viagra 100mg price viagra over the counter: viagra pills
viagra from india http://spatialbusiness.us/__media__/js/netsoltrademark.php?d=viagramgz.com/#
order viagra online http://www.xn--8prw0a.net/home.php?mod=space&uid=5907287/#
buy viagra online usa https://49.234.147.43/space-uid-100516.html/#
cialis paypall: https://cialismgz.com/# buy viagra online canada
tadalafil cialis bestprice
cialis 20 mg soft: https://cialismgz.com/# over the counter viagra
cialis international
is it legal to buy cialis online?: https://cialismgz.com/# cost of viagra
cialis in melbourne australia
Comments are closed.