নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসসহ জাতীয় প্রয়োজনে অন্যান্য যে কোনো ভাইরাস ও অণুজীব শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট টেস্টিং কিট উদ্ভাবনে সক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) করোনাভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এক যৌথ জরুরি সভায় এ তথ্য জানানো হয়।
শনিবার (২৮ মার্চ) উপাচার্য ভবনে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, করোনাভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় বিশেষজ্ঞ, দক্ষ জনবল ও ল্যাব সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে। তবে এই বিশেষজ্ঞ ও দক্ষ লোকবলের সর্বোত্তম ব্যবহার করার জন্য একটি স্বতন্ত্র ও বিশেষায়িত অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা জরুরি। এই ল্যাব করোনাভাইরাসসহ জাতীয় প্রয়োজনে অন্যান্য যে কোন ভাইরাস ও অণুজীব শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট টেস্টিং কিট উদ্ভাবনে ব্যবহৃত হবে।
বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকগণ দেশের অন্যত্র একই প্রকৃতির ল্যাব প্রতিষ্ঠা ও ল্যাব পরিচালনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের সহায়তা প্রদান করতে সক্ষম বলে সভায় জানানো হয়।
এদিকে সভায় উল্লেখিত পদক্ষেপ বাস্তবায়নে অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ডা. শাহরিয়ার নবী।
৪ সদস্য বিশিষ্ট এই কমিটি সরকারের সংশ্লিষ্ট জাতীয় কমিটির সাথে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।
If or so one and only inevitably to be updated with all but Recent
technologies subsequently he moldiness be give a inspect this website and be up to appointment mundane. http://www.cialisles.com/
how long does cialis last http://cialislet.com/
azithromycin 500mg https://azithromycinx250.com/
buy hydroxychloroquine online https://chloroquine1st.com/
best india viagra and price https://mymvrc.org/
http://droga5.net http://droga5.net/
sildenafil citrate pills https://www.jueriy.com/
cost of amoxicillin at walmart https://amoxycillin1st.com/
Comments are closed.